আমাদের কথা

সমৃদ্ধ কৃষির মাঝেই নিহিত রয়েছে সমৃদ্ধ স্বদেশের বীজ। টেকসই উন্নয়নে কৃষিখাতে সমৃদ্ধি অর্জনের বিকল্প নেই। এদেশের মাটি স্বর্ণগর্ভা, এদেশের আকাশ নিত্য উদার আর জালের মত ছড়িয়ে ছিটিয়ে থাকা নদীতে বয়ে চলে সঞ্জীবনী সুধা যার সিঞ্চনে ফলে সোনার ফসল। কৃষিতে আধুনিকতার সমন্বয় যেমন একদিকে অপার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, যতটা আশাব্যঞ্জক, ঠিক তেমনই বিশাল সংখ্যক প্রান্তিক কৃষকের এই সকল আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত থাকাটা ততোধিক হতাশাজনক।

যেদেশে নিত্য নতুন চাষাবাদ পদ্ধতি আবিষ্কৃত হচ্ছে, বিপুল সংখ্যক শিক্ষিত তরুন সমাজ প্রত্যক্ষভাবে কৃষিতে যুক্ত হয়ে সমাগত কৃষি বিপ্লবের বিপুল বার্তা ছড়িয়ে দিচ্ছে, সেদেশে এখনও কৃষকরা জমিতে বীজ ফেলে আকাশের পানে চেয়ে থাকে। এখনও প্রায়-ঘরে-উঠতে-বসা সোনার ফসল অজ্ঞতা বা অসচেতনতায় নষ্ট হয়ে ধুলিস্যাত হয় কৃষকের স্বপ্ন, নেমে আসে অভাব-অনটনের কালো আধার।

আমরা স্বপ্ন দেখি এমন একটি বাংলাদেশের যে বাংলাদেশ হবে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, যেদেশ শুধু নিজে সমৃদ্ধি অর্জনেই সীমাবদ্ধ থাকবেনা বরং নেতৃত্ব দেবে বিশ্ব কৃষিতে। আমরা স্বপ্ন দেখি এমন একটি মাতৃভূমির যেদেশের সবচেয়ে সম্মানজনক পেশা হবে কৃষি, কৃষকের অবস্থান থাকবে সমাজের শীর্ষে। যেদেশের তরুন প্রজন্ম স্বপ্ন দেখবে কৃষিতে ক্যারিয়ার গড়ার। সেই স্বপ্নকে বাস্তবে রূপদান করতেই “সফল খামারী” এর আত্মপ্রকাশ। সফল খামারী শুধু একটি নামই নয়, অনাগত ইতিহাসের পাতায় স্থান করে নিতে যাওয়া এক হৃদয়বিক প্রয়াস, ক্ষুধামুক্ত স্বদেশ গড়ার এক দৃঢ় প্রত্যয়ের নাম।

কৃষিতে আধুনিকতা অর্জনের মাধ্যমে কৃষি বিপ্লব সৃষ্টির এই দূর্বার অগ্রযাত্রায় পাশে থাকার জন্য ধন্যবাদ।

আন্ জুমা জান্নাত
প্রকাশক
সফল খামারি
www.sofolkhamari.com